গত শুক্রবার ১৬ই ডিসেম্বর আমাদের মসজিদে জুম্মার খতীব ছিলেন নর্থ আমেরিকার ইসলামি স্কলারদের অন্যতম, সমাদৃত, একজন আলেম ড: আব্দুল্লাহ হাকিম কুইক । খুতবার বিষয় বস্তু ছিল, "The Crisis in Aleppo: Reflections & Resolutions" "আলেপ্পো সঙ্কট : ভাবনা ও সমাধান"। সে প্রেক্ষিতেই আজকের এ লিখা।
আলেপ্পোতে" কি হচ্ছে? যারা আন্তর্জাতিক খবর পড়েন তারা জানেন সিরিয়ার "আলেপ্পোতে" কি হচ্ছে। তবে এ বিষয়ে যে বিশেষ আলোচনার প্রয়োজন আছে তা সবাই স্বীকার করবেন। প্রথমেই কয়েক সেকেন্ডের নিচের দুটি ভিডিও শুনা দরকার।