ঘটনার
আকস্মিকতায় থতমত
খেয়ে
যায়
ফারজানা। সে
লোকটাকে চেনেনা,
জানেনা,
কোন
সালাম
নেই,
সম্ভাষন নেই,
হুট
করে
এই
আচমকা
অনুরোধ!
তারিকের দিকে
জামিলের চোরা
চাহনি,
ফিসফিস
কথা
বলার
ভঙ্গি
আর
এই
অদ্ভুত
প্রস্তাব- সব
মিলিয়ে কিম্ভুত এই
পরিস্থিতিতে হঠাৎ
হাসি
পেয়ে
যায়
ওর।
হাসি
চাপার
চেষ্টা
করতে
করতে
সে
স্মিত
হেসে
বলে,
'আসসালামু আলাইকুম'।
এবার
নিজের
অভদ্র
আচরন
স্মরন
করে
জামিল
নিজেই
একটু
অপ্রস্তুত হয়ে
পড়ে,
লজ্জা
লজ্জা
চেহারায় টেবিলের দিকে
তাকিয়ে বলে,
'ওয়া
আলাইকুম আসসালাম ওয়া
রাহমাতুল্লাহ'।
'আমার নাম
ফারজানা'।
'জ্বি, তারিক
ভাই
এইমাত্র বললেন।
আমি
জামিল'।
'আপনার মত
আমিও
আসলে
এখন
বিয়ে
করতে
উৎসাহী
নই।
কিন্তু
আমি
যদি
এই
মূহূর্তে উঠে
চলে
যাই
তাহলে
বিয়ে
করবনা
বললে
ভাইয়া
কিছুতেই কনভিন্সড হবেনা।
সুতরাং,
আমাদের
মনে
হয়
কিছুক্ষণ অন্তত
কথা
বলার
অভিনয়
করা
উচিত'।