আমি একজন অতি সাধারন,
নরম মনের ও ধার্মিক টাইপ মানুষ, নিজের পরিচয়
দেওয়ার মত তেমন
কিছু নেই…তবুও যেটুকু
না বললেই নয় তাই বলা।
আমার নাম মোঃ ইয়াসিন নাজমী, সবাই আমাকে এই নামেই ডাকে এবং আমি এই নামেই স্বাছন্দ্য
বোধ করি।
নিজের
ভিতরে অনেক দোষ ত্রুটি
আছে ওটা জানি কিন্তু
ঐ দোষ ত্রুটি শুধরাতে অনেক বেগ পেতে হয়।
সব সময় কাজে ব্যস্ত রাখেতে নিজেকে বেশি পছন্দ
করি। কর্মঠ, গোছানো এবং মিতব্যয়ী প্রকৃতির এক মানুষ আমি। আমাকে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ
মোকাবেলা করে আমার দিন
অতিবাহিত করতে হয় । যখনই কোন সিদ্ধান্তহীনতায় ভুগি তখন কেবল মাত্র আল্লাহ সুবহান ওয়া তা’লার উপর নির্ভর করি।
বর্তমানে প্রচলিত নিয়মের পড়াশুনা প্রায় শেষের দিকে। পড়াশুনা
করছি আইটি বিষয়ের উপর এবং একটি সনামধন্য বেসরকারী কোম্পানীতে চাকুরীরত আছি।
কম্পিউটার কিনেছি ২০০৪ সালে, তখন কিছুই বুজতাম না
আস্তে আস্তে এর রহস্য
ভেদ করে চলছি এবং এখনও শিখে যাচ্ছি।
বাংলা
ফোরাম ও ব্লগ গুলো
আস্তে আস্তে খুবিই জনপ্রিয়
হয়ে উঠেছে তাই নিয়মিত
বিভিন্ন ফোরামে ও ব্লগে
আশা যাওয়া আছে ।
ভালই লাগে ফোরামে আর
ব্লগে ঘুরে বেড়াতে।
তাই অবিরত ভাবে শিখছি
নতুন নতুন বিষয়।
No comments:
Post a Comment